বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

পদ্মায় তীব্র স্রোতের কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে
ছবি: প্রথম আলো

বৈরী আবহাওয়া ও পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষ।

হঠাৎ ফেরি চলাচল বন্ধ হওয়ায় উভয় ঘাটে আটকা পড়েছে কয়েক শ যানবাহন। আটকে পড়া যানবাহনগুলোকে বিকল্প নৌপথ হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহারের নির্দেশনা দিয়েছে ট্রাফিক পুলিশ।

আজ দুপুর সাড়ে ১২টায় বাংলাবাজার ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জামিল আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলতে পারছে না। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাবাজার ও শিমুলিয়া ফেরিঘাট সূত্রে জানা যায়, বুধবার রাতে শুরু হয়েছে বৃষ্টি। আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। এ কারণে পদ্মায় প্রচণ্ড স্রোত। এসব কারণে বৃহস্পতিবার ভোর থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচলও সীমিত করা হয়। সকাল ১০টার দিকে শিমুলিয়ার দুটি ঘাটের পন্টুন তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জামালউদ্দিন প্রথম আলোকে বলেন, বিআইডব্লিউটিসির নির্দেশনায় ফেরি চলাচল বন্ধ। এ কারণে বাংলাবাজার ঘাটের টার্মিনাল ও সংযোগ সড়কে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আটকা পড়েছে। এ ছাড়া পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে শতাধিক ছোট গাড়ি। শিমুলিয়া ঘাটেও একই অবস্থা। আটকা পড়া যানবাহনগুলোকে বিকল্প নৌপথ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নতুন করে কোনো গাড়ি বাংলাবাজার ঘাট অভিমুখে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।