বাংলাবান্ধা স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকে আগুন

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যবাহী ভারতীয় ট্রাক
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা চাল নিয়ে আসা একটি ভারতীয় ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে স্থলবন্দরের ইয়ার্ডে পণ্য খালাসের অপেক্ষায় থেমে থাকা ওই ট্রাকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ট্রাকচালক মিথু রায় (৪৩) সামান্য আহত হয়েছেন। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে স্থলবন্দরের কর্মচারী সফিকুল ইসলামও সামান্য আহত হয়েছেন। ভারতীয় ট্রাকচালক নিজে খাওয়ার জন্য ট্রাকটির ভেতরে স্টোভ চুলা দিয়ে ভাত রান্না করতে গিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্ত সূত্রে জানা গেছে।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, পুলক এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের ভারত থেকে আমদানি করা ৩৩ মেট্রিক টন চাল নিয়ে ভারতীয় ট্রাকটি স্থলবন্দরের ইয়ার্ডে পণ্য খালাসের অপেক্ষায় থামানো ছিল। এ সময় ট্রাকের চালক ট্রাকটির ভেতরে ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাকটির চালকের আসনে হঠাৎ আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে। এ সময় বন্দরে কর্মরত লোকজন ও অন্য চালকেরা ট্রাকচালক মিথু রায়কে ট্রাক থেকে বের করে নিয়ে আসেন। পরে বন্দর এলাকায় থাকা লোকজনের চেষ্টায় বন্দর কার্যালয়ে থাকা ১৩টি অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে তেঁতুলিয়া উপজেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি দলও ঘটনাস্থলে আসে।

তেঁতুলিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোহাম্মদ আবদুল্লাহ বলেন, অগ্নিকাণ্ডে ট্রাকচালকের বসার স্থানসহ সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ট্রাকে থাকা চাল অক্ষত রয়েছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতীয় ট্রাকচালক নিজে খাওয়ার জন্য ট্রাকটির ভেতরে স্টোভ চুলা দিয়ে ভাত রান্না করতে গিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।