বাউফলে ডায়রিয়ায় আরও দুজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বুধবার মোসা. হাসিনা বেগম (৩০) নামের এক নারী ও মো. আবদুল্লাহ নামের চার বছরের এক শিশু মারা গেছে।

হাসিনা ছিলেন উপজেলার দ্বিপাশা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. নয়া মাতুব্বর। আবদুল্লাহ উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. খলিল মুন্সির ছেলে। হাসিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মারা যান। আর আবদুল্লাহকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সকালে মারা যায়।
এর আগে গত সোমবার রাতে মোসা. পিয়ারা বেগম (৩৫) নামের এক নারী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। এ নিয়ে গত দুই সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন চার ব্যক্তি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, গত ৩০ দিনে ডায়রিয়ায় আক্রান্ত ১ হাজারের বেশি রোগীকে চিকিৎসা দিয়েছেন। যে চারজন মারা গেছেন, তাঁরা খুবই মুমূর্ষু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। চিকিৎসা শুরু করার আগেই তাঁরা মারা যান। তিনি আরও বলেন, শুরুর দিকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে খুবই হিমশিম খেতে হয়েছে। তখন ১০ শয্যার অনুকূলে রোগী ছিল শতাধিক। এখন আগের চেয়ে রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। অতিরিক্ত তাপদাহের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে বলে তিনি মনে করেন।