বাউফলে নৌকায় লঞ্চের ধাক্কা, এক জেলে নিখোঁজ

পানিতে ডুবে নিখোঁজ
প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদীতে গতকাল শনিবার রাতে লঞ্চের ধাক্কায় জেলে নৌকা দুর্ঘটনায় পড়েছে। দুর্ঘটনায় নৌকায় থাকা মো. রাসেল (২৭) ও মো. জসিম উদ্দিন হাওলাদার (২৩) আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন মনির হোসেন (৩২)। আহত দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত জসিম উদ্দিন বলেন, তাঁদের তিনজনের বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে। গতকাল সন্ধ্যার দিকে তাঁরা তিনজন নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান। প্রথম দফায় জাল ফেললে জালে পাঁচটি ইলিশ ধরা পড়ে। দ্বিতীয় দফায় বাদামতলীর পূর্ব সীমানায় জাল ফেলে টেনে ওঠাচ্ছিলেন। দিবাগত রাত পৌনে একটার দিকে একটি লঞ্চ তাঁদের নৌকাকে ধাক্কা দেয়। ওই সময় নৌকাটি ভেঙে তলিয়ে যায়। তাঁদের চিৎকার শুনে পাশে থাকা একটি নৌকা এসে তাঁকে (জসিম) ও রাসেলকে উদ্ধার করে। কিন্তু মনিরকে পাওয়া যায়নি।

জসিম উদ্দিনের দাবি, তাঁরা নৌকায় আলো জ্বালিয়ে জাল টানছিলেন। এরপরও তাঁদের নৌকাকে লঞ্চটি ধাক্কা দেয়। দুর্ঘটনা ঘটিয়ে লঞ্চটি দ্রুত চলে যায়।

স্থানীয় মো. মোশারেফ হোসেন ওরফে বেল্লাল গাজী বলেন, পুলিশকে জানানো হয়েছে। স্থানীয়ভাবে তিনটি ট্রলার নিয়ে নিখোঁজ মনিরকে খোঁজা হচ্ছে। আজ রোববার বেলা ১১টা পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।’