বাগমারায় পাটের গুদামে অগ্নিকাণ্ড

পাটের গুদামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অনেক পাট। বুধবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার হেরপুর বাজারে
ছবি: প্রথম আলো

রাজশাহীর বাগমারা উপজেলায় পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা তিনটার দিকে উপজেলার হেরপুর বাজারের আফসার আলীর পাটের গুদামে এই অগ্নিকাণ্ড হয়। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা তিনটার দিকে তাহেরপুর বাজারের আফসার আলীর পাটের গুদামে আগুন ধরে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিকেল সাড়ে চারটার দিকে আগুন নেভান।

গুদামঘরের মালিক মালিপাড়া গ্রামের আফসার আলী বলেন, গুদামে প্রায় কোটি টাকার পাট ছিল। প্রায় ৪০ লাখ টাকার পাট পুড়ে ভস্মীভূত হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পাটের ব্যবসা করে আসছেন। আগুনে তিনি নিঃস্ব হয়ে গেছেন। কীভাবে আগুন ধরল, তা বুঝতে পারেননি।

বাগমারা ফায়ার স্টেশনের লিডার আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নেভায়। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।