বাগেরহাটে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী ও অটোরিকশাচালক। আজ বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার জোকা এলাকায় বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রুস্তুম আলী শিকদার (৫৫)। তিনি উপজেলার চিংড়াখালী ইউনিয়নের দক্ষিণ নারকেলবাড়িয়া গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন তাঁর স্ত্রী ফিরোজা বেগম ও অটোরিকশাটির চালক রানা।

মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এস এম তরিকুল ইসলাম বলেন, খুলনার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস মোরেলগঞ্জ উপজেলার জোকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী রুস্তুম আলী শিকদার ঘটনাস্থলেই মারা যান। আর তাঁর সঙ্গে থাকা স্ত্রী ফিরোজা বেগম আহত হন। এ ঘটনায় অটোরিকশাচালকও আহত হয়েছেন। পরে আহত দুজনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। পালিয়ে গেছেন বাসচালক।