বাগেরহাটে ১৭৯ নমুনা পরীক্ষায় ৮৯টিই করোনা পজিটিভ

করোনাভাইরাস পরীক্ষা
প্রতীকী ছবি

বাগেরহাটে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৯টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৮৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৭৬।

এদিকে মোংলার পর জেলার ফকিরহাট উপজেলায় নতুন করে বাড়ছে করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় এই উপজেলায় ২৩টি নমুনা পরীক্ষায় ১৫ জনের পজিটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬৫ শতাংশের ওপরে। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় ২০টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এ উপজেলায় গত ৩০ মে থেকে বিধিনিষেধ চলছে।

বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে দ্বিতীয় ঢেউয়ে গত মার্চ থেকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে। চিকিৎসার জন্য ৫০ শয্যার একটি করোনা ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত রাখা আছে। সেখানে সেন্ট্রাল অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ রাখা হয়েছে। মোংলা ছাড়াও ফকিরহাট, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলাও সংক্রমণের দিক থেকে এ মুহূর্তে অধিক ঝুঁকির মধ্যে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ফকিরহাট উপজেলায় শনাক্তের হার ৬৫ শতাংশ। এসব এলাকায় যাতে সংক্রমণের বিস্তার লাভ না করতে পারে, সেখানে প্রশাসন ব্যবস্থা নিয়েছে।

করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অধিকাংশই উদাসীন বলেও উল্লেখ করে সিভিল সার্জন সবাইকে নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিতে অবশ্যই মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।