বাঘাইছড়িতে গুলিতে জেএসএস–এমএন লারমার কর্মী নিহত

লাশ
প্রতীকী ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়া গ্রামে গুলিতে জনসংহতি সমিতির (এমএন লারমা) এক কর্মী নিহত হয়েছেন। তাঁর নাম বিশ্বমিত্র চাকমা ওরফে যুদ্ধ চাকমা (৩২)। গতকাল মঙ্গলবার মধ্যরাতে জনসংহতি সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের কাছে বাবুপাড়ায় জনসংহতি সমিতির কার্যালয়ে আটজন কর্মী ঘুমাচ্ছিলেন। এর মধ্যে দিবাগত রাত আড়াইটার দিকে সুজন চাকমা নামের এক সদস্য ভারী অস্ত্র দিয়ে বিশ্বমিত্র চাকমাকে কাছ থেকে গুলি করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে অস্ত্র ও গুলি নিয়ে পালিয়ে যান সুজন। নিহত বিশ্বমিত্র চাকমার বাড়ি একই উপজেলা বঙ্গলতলী ইউনিয়নের হাগলাছড়া গ্রামে। খবর পেয়ে আজ বুধবার ভোরে পুলিশ ও বিজিবির সদস্যরা লাশ উদ্ধার করেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন খান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।