বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে জনসংহতি সমিতির সদস্য নিহত

হত্যা
প্রতীকী ছবি

রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বঙ্গলতলী গ্রামে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

নিহত জেএসএসের সদস্যের নাম সুরেশ চাকমা ওরফে দীনেশ চাকমা। তিনি জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুরেশ চাকমা বঙ্গলতলী গ্রামের সুপ্পে চাকমার বাড়িতে ঘুমাচ্ছিলেন। আজ ভোর সোয়া পাঁচটার দিকে ছয়–সাতজনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘেরাও করে। পরে দুজন অস্ত্রধারী ঘরের ভেতরে ঢুকে সুরেশ চাকমাকে অস্ত্রের মুখে টেনেহেঁচড়ে উঠানে নিয়ে এসে গুলি করে। সুরেশের মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ খবর পেয়েছে। তাঁর লাশ উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গেলে বিস্তারিত জানা যাবে।’