বাঘাইছড়িতে সরকারি কার্যালয়ে ঢুকে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় মামলা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ঢুকে বুধবার ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করা হয়
সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ভবনে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে (৩৫) গুলি করে হত্যার ঘটনায় গতকাল বুধবার মামলা হয়েছে। ওই মামলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতা–কর্মীদের আসামি করা হয়েছে। সরকারি কার্যালয়ে ঢুকে হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসনের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন ভবনের সামনে পুলিশ মোতায়েন ও জরুরি আইনশৃঙ্খলা সভা ডাকা হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল হত্যাকাণ্ডের ঘটনার পর উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে আছেন। বাজার ও উপজেলা প্রশাসন এলাকায় লোকজন চলাচল নেই বললে চলে। আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা প্রশাসনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গেছেন রাঙামাটির পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।

এদিকে এই ঘটনায় গতকাল রাত ১১টার দিকে প্রত্যক্ষদর্শী বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিনয় চাকমা বাদী হয়ে মামলা করেন। মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বড়ঋষি চাকমা, বাঘাইছড়ি উপজেলা জেএসএসের সভাপতি প্রভাত কুমার চাকমাসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসন ভবনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ে একজন দুর্বৃত্ত ঢুকে রুপকারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন খান বলেন, ইউপি সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল রাতে মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলা প্রশাসন কার্যালয়ে ঢুকে ইউপি সদস্য হত্যাকাণ্ডের ঘটনার পর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা জোরদার করতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।