বাঘায় মায়ের মামলায় ছেলে কারাগারে

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় মায়ের করা এক মামলায় ছেলেকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছেলের বিরুদ্ধে অভিযোগ, মায়ের ভরণপোষণের দায়িত্ব না নিয়ে উল্টো পুরো জমি দখলে নিয়েছেন ছেলে এবং জমি লিখে না দেওয়ায় মারধর করেছেন। গত বৃহস্পতিবার বাঘা থানায় এ অভিযোগ দেন মা। মায়ের অভিযোগ আমলে নিয়ে শুক্রবার ওই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ওই ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার চক বাউসা গ্রামের হাওয়া বেগমের (৬৫) স্বামী মোমিন উদ্দিন প্রায় ১৫ বছর আগে মারা যান। মৃত্যুর সময় দুই ছেলে, দুই মেয়েসহ কিছু জমিজমা রেখে যান তিনি।

গত ১৫ বছরে হাওয়া বেগম দুই মেয়েকে বিয়ে দেন। তাঁর বড় ছেলে মানিক উদ্দিনও (৩৫) বিয়ে করেছেন। মা ও ছোট ভাইয়ের ভরণপোষণের দায়িত্ব না নিয়ে মানিক পুরো সম্পত্তি দখলে রেখেছেন।

সম্প্রতি মানিক ওই সম্পত্তি তাঁর মায়ের কাছ থেকে লিখে নিতে চান। কিন্তু মা এ শর্তে রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার সকালে তিনি তাঁকে মারধর করেন। এর আগেও একই কারণে মারধর করেছিলেন ছেলে। এবার নিরুপায় হয়ে মা বাঘা থানায় ভরণপোষণ আইনে তাঁর ছেলের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে পুলিশ মানিককে গ্রেপ্তার করে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এর আগেও মাকে মানিক মারধর করেছেন বলে অভিযোগ রয়েছে। এলাকায় সালিস বৈঠক ডেকে এর সমাধান করে দিয়েছিলেন স্থানীয় লোকজন। এবারও মারধর করা হলে ওই মা এসে ছেলের নামে মামলা দিয়ে যান। সেই মামলায় গ্রেপ্তার করে ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে।