বাঘায় হামলা ঠেকাতে গিয়ে পাঁচ পুলিশ আহত, গ্রেপ্তার ৪

রাজশাহীর বাঘা উপজেলায় একটি যাত্রীবাহী বাসে হামলা ঠেকাতে গিয়ে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় বাঘা থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চণ্ডীপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের একটি বিবাদের জের ধরে সোমবার দুপুরে স্থানীয় যুবকেরা একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে বাসটির সামনের ও পাশের কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাঁরা পুলিশের ওপরও হামলা করেন। এতে কনস্টেবল সাগর, বিদ্যুৎ, রিপা, ডিএসবির উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামানসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন। এ ছাড়া এ সময় স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন, আরিফুল ইসলাম, বাসচালক সাইফুল ইসলাম আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় বড় ছয়ঘটি গ্রামের মিলন হোসেন (৪০), শরিফুল ইসলাম (৪২), বাবুল হোসেন (৪৫) ও সাব্বির হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বারী বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।