বাজারে রওনা দিলেন হেঁটে, ফিরলেন লাশ হয়ে

লাশ
প্রতীকী ছবি

বাড়ি থেকে বাজারের উদ্দেশে হেঁটে রওনা দেন মোহাম্মদ হুমায়ুন খান (৬৫)। কিছু দূর যেতেই পেছন থেকে একটি চলন্ত মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তাঁর মাথা ফেটে যায়। জখম হয় কোমর, পিঠ, পা ও দুই হাত। তাঁর চিৎকারে আশপাশের লোকজন সেখানে এগিয়ে আসেন। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর এলাকায় মতলব-দাউদকান্দি সড়কে রোববার বেলা ১১টায়। নিহত হুমায়ুন খানের বাড়ি উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখাঁ গ্রামে। তিনি এলাকায় ব্যবসা করতেন। তাঁর চার ছেলে ও দুই মেয়ে আছে।

ইসমাইল হোসেন নামের তাঁর এক স্বজন জানান, পরিবারের সদস্যদের জন্য সওদা কিনতে হুমায়ুন খান বাড়ির পাশের একটি বাজারে যাচ্ছিলেন। সওদা করা তো দূরের কথা, দুর্ঘটনায় পড়ে বাজারেই যাওয়া হলো না তাঁর। বাড়ি ফেরেন লাশ হয়ে। ঘটনাটি খুবই দুঃখজনক। আজ বিকেল সাড়ে চারটায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।’

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়নি। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।