বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মানববন্ধন

দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর পদত্যাগ জেলা বিএনপির কর্মসূচি। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৗর এলাকার মৌড়াইল এলাকায়
ছবি: প্রথম আলো

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপির নেতা-কর্মীরা। পুলিশি বাধার মধ্যেই বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার মৌড়াইল ও কলেজপাড়ায় এ কর্মসূচি পালিত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে জেলা শহরের কলেজ রোডে মানববন্ধন করতে যান। এ সময় পুলিশ বাধা দিলে নেতা–কর্মীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি হাজিফুর রহমান মোল্লার বাড়ির সামনে মৌড়াইল এলাকায় জড়ো হন। সেখানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা।

পুলিশি বাধার মুখেই বিএনপি নেতা তারিকুল ইসলাম খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য হাফিজুর রহমান মোল্লা, জহিরুল হক, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক নয় বলেই দেশের মানুষের কথা তারা ভাবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের নিম্ন আয়ের মানুষ দিশেহারা। বক্তারা অবিলম্বে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবি করে বলেন, সরকারের মন্ত্রীরা গণতন্ত্রকে হত্যা করে দেশের শাসনব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। অচিরেই জনগণের অধিকার ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।