বান্দরবানের দুর্গম গালেংগ্যায় ২৯টি মর্টার সেল উদ্ধার

বান্দরবান জেলার ম্যাপ

বান্দরবানে রুমা উপজেলার দুর্গম গালেংগ্যায় ২৯টি মর্টার সেল উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেংগ্যা এলাকা থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ২৯টি মর্টার সেল উদ্ধার করা হয়েছে।

বান্দরবান সেনা রিজিয়নের বলীপাড়া জোনের অভিযানে এ বিস্ফোরক মঙ্গলবার উদ্ধার করা হয়েছে বলে আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গালেংগ্যা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মাটির নিচে ২৯টি বিস্ফোরক মর্টারসেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। অভিযান পরিচালিত স্থানে আগে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর গোপন আস্তানা ছিল বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণে সন্ত্রাসী গোষ্ঠী টিকতে পারেনি। তারা বোমাগুলো মাটির নিচে লুকিয়ে রেখে পালিয়ে গেছে। বোমাগুলো উদ্ধার করা সম্ভব না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। উদ্ধার হওয়ায় স্থানীয় লোকজন মারাত্মক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বলীপাড়া জোনের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহম্মদ শরীফ-উল-আলম বোমা উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছেন। বান্দরবান রিজিয়নের আওতাধীন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।