বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিশুটির

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

তানিয়া আক্তারের বাবা নুরুল হক মুদি দোকানি। দোকানে বাবার জন্য রাতের খাবার নিয়ে যাচ্ছিল নয় বছরের তানিয়া। পথে ট্রাকচাপায় তার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আতকাপাড়া পেট্রলপাম্প–সংলগ্ন এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে এই ঘটনা ঘটে।

তানিয়াদের বাড়ি উপজেলার খারছাইল গ্রামে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল হক আতকাপাড়া পেট্রলপাম্পের সামনে ছোট একটি মুদি দোকান চালান। সেই দোকানে গতকাল রাত আটটার দিকে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল তানিয়া। ময়মনসিংহ থেকে দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে বালু নিতে আসা দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, শিশুটির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ট্রাকচালককে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।