বাবার ৮ বছর পর বাঘের থাবায় প্রাণ গেল ছেলেরও

লাশ
প্রতীকী ছবি

পশ্চিম সুন্দরবনে বাঘের হামলায় বাবার পর ছেলেও প্রাণ হারিয়েছেন। মধু সংগ্রহ করতে গিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের নোটাবেকি এলাকায় এ ঘটনা ঘটে। আট বছর আগে মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনের একই এলাকায় তাঁর বাবাও বাঘের হামলায় প্রাণ হারান।

বাঘের হামলায় নিহত ব্যক্তির নাম রেজাউল করিম (৩৫)। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে।

বুড়িগোয়ালিনী গ্রামের আবদুস ছালাম বলেন, রেজাউলসহ পাঁচজন মৌয়াল মধু সংগ্রহের জন্য সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ৮ মে পাস (অনুমতি) নিয়ে সুন্দরবনে যান। মধু সংগ্রহের একপর্যায়ে গতকাল সন্ধ্যার আগে নোটাবেকি এলাকায় একটি বাঘ রেজাউলের ওপর হামলা চালায়। তাঁর সঙ্গীরা নৌকার বইঠা নিয়ে বাঘকে আঘাত করে তাঁকে ছাড়িয়ে নেন। তবে ততক্ষণে তিনি মারা যান।

আবদুস ছালাম আরও বলেন, মধু সংগ্রহ করতে গিয়ে আট বছর আগে রেজউলের বাবা ইসলাম সরদার সুন্দরবনের একই এলাকায় বাঘের হামলায় নিহত হন।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা সুলতান আহমেদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেজাউলের লাশ নিয়ে আসতে নৌকা পাঠানো হয়েছে। মরদেহ নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে।