বাবুগঞ্জে ধরা পড়ল ৩০ কেজির কাতলা

বাবুগঞ্জের দুর্গাসাগর দিঘিতে ৩০ কেজি ওজনের কাতলা মাছটি ধরা পড়ে
ছবি: প্রথম আলো

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিতে ৩০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়ছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এক শৌখিন মৎস্যশিকারি বাপ্পি সরদারের বড়শিতে মাছটি ধরা পড়ে। এরপর প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর মাছটি দিঘির পাড়ে তুলতে সক্ষম হন তিনি।

বরগুনার কলেজ রোড এলাকার বাপ্পি সরদার জানান, গতকাল বিকেলে তিনি ও তাঁর বন্ধুরা টিকিট কিনে মাছ শিকারে অংশ নেন। রাত ১১টার দিকে তিনি টের পান তাঁর বড়শিতে বড় ধরনের একটি মাছ আটকা পড়েছে। এরপর তিনি বন্ধুদের সহায়তায় প্রায় তিন ঘণ্টা পর মাছটি বশে আনেন। মাছটি বড়শিতে বেঁধার পর থেকেই পুরো দিঘি এলাকায় বেশ হইচই লেগে যায়।

প্রত্যক্ষদর্শী তপন লাল লস্কর বলেন, মাছটি পাড়ে তোলার পর থেকেই কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। গত ১০ বছরে দুর্গাসাগর দিঘিতে এত বড় মাছ পাওয়া যায়নি। সর্বশেষ গত ১৪ জুন এ দিঘিতে ২৫ কেজি ওজনের একটি কাতলা ধরা পড়েছিল। সোহেল জমাদ্দার নামের এক শৌখিন মৎস্যশিকারি ওই মাছ ধরেছিলেন।

বাপ্পি সরদার বলেন, ‘এত বড় মাছ ধরার পর অসম্ভব আনন্দ লাগছিল। কারণ, এত বড় কাতলা মাছ আমার বড়শিতে কখনো আটকা পড়েনি। আজ সন্ধ্যায় দুদিনের মাছ ধরার সময়সীমা শেষ হলে এলাকায় গিয়ে মাছটি কেটে বন্ধুদের মধ্যে ভাগ করে নেব।’