বালুর স্তূপ ধসে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
নড়াইলের লোহাগড়া উপজেলায় বালুর স্তূপ ধসে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের কাজীপাড়ায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই শ্রমিকের নাম গিয়াস শেখ (২০)। তিনি উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের এগারোনলি গ্রামের রেজাউল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাকড়াইল ইউনিয়নের হেমায়েত হোসেন বালু বিক্রি করতে কাজীপাড়ায় বালু স্তূপ করে রেখেছেন। সেখান থেকে ট্রাকে বালু তোলার সময়ে বালুর স্তূপ ধসে চাপা পড়েন গিয়াস শেখ। অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
লোহাগড়া থানার পুলিশের শালনগর ইউনিয়ন বিট কর্মকর্তা এসআই গোরাচাঁদ দাস বলেন, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় দুপুরে ওই শ্রমিকের লাশ দাফনের জন্য তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।