বাস ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে পড়ে দুই বন্ধু নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই স্কুলছাত্র হলো ভাঙ্গার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের আবুল খায়ের ফকিরের ছেলে সাকিব ফকির (১৫) ও মানিকদহ ইউনিয়নের নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের ছেলে শাহিন মাতুব্বর (১৬)। তারা দুজনই ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা এ এস একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ভাঙ্গার পুখুরিয়া বাজার থেকে দুই বন্ধু সাকিব ও শাহিন মোটরসাইকেলে করে ভাঙ্গা যাচ্ছিল। তারা হামেরদী মোড়ে গিয়ে একটি বাস ওভারটেক করতে গিয়ে সামনে থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এ ঘটনায় ওই দুই কিশোর গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকেরা তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।  

ব্রাহ্মণকান্দা এ এস একাডেমির প্রধান শিক্ষক এম এ ছালাম মিয়া বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুজন তাঁর বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। দুই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে।