বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৯

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে মাইক্রোবাসটি। শনিবার সকাল ১০টার দিকে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে তোলা
ছবি: প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর নয়জন। শনিবার সকালে উপজেলার ইসলামনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মোহাম্মদ হোসেনের ছেলে মাইক্রোবাসটির চালক এনামুল হক (২৫) ও পেকুয়া উপজেলার শিলখালীর চাঁদ মিয়ার ছেলে বেসরকারি সংস্থার কর্মকর্তা আবু তালেব (৩৮)।

আহত ব্যক্তিরা হলেন সুনীল দাশ (৫২), আবদুল হাকিম (৩২), জাফর আলম (৩২), মো. তাফসীর (৩০), মো. জাকারিয়া (৫২), মো. শুভ (৫০), মতিউর রহমান (৬৫), আবদুর রহিম (২২) ও ওসমান গনি (২৬)। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাতটার দিকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস চকরিয়া থেকে চট্টগ্রাম যাচ্ছিল। মাইক্রোবাসটি ইসলামনগর এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে চালকসহ দুজন মারা যান। এ সময় আহত হয়েছেন মাইক্রোবাসের নয় যাত্রী।

চিরিংগা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এদিকে শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে চকরিয়ার বানিয়ারছড়ার মহেশখালীয়াপাড়ার রাস্তার মুখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।