বাসে তরুণীকে যৌন হয়রানি, একজনের কারাদণ্ড

প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসে এক তরুণীকে যৌন হয়রানি করার অপরাধে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোহাইল বাসস্ট্যান্ডে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক খান এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত যাত্রীর নাম মো. জাকির হোসেন (৪০)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার দুবলাগাড়ি গ্রামের বাসিন্দা।

গাড়ির যাত্রী ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বাসের আসনে ভাইয়ের সঙ্গে বসেছিলেন ওই তরুণী। পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রী জাকির হোসেন। বাসে ভিড়ের মধ্যে তরুণীর গায়ে হাত দেন তিনি। এ সময় ওই তরুণী প্রতিবাদ করেন। একপর্যায়ে বাসের অন্য যাত্রীরা জাকিরকে আটক করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসটি বগুড়া-নাটোর মহাসড়কের গোহাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে থামানো হয়। এ সময় ডাকা হয় হাইওয়ে পুলিশকে। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক খান হাজির হন। তিনি অভিযোগের প্রমাণ পাওয়ায় ওই যাত্রীকে এক মাসের কারাদণ্ড দেন।

আশিক খান প্রথম আলোকে বলেন, তরুণীকে যৌন হয়রানির দায়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাসের যাত্রী জাকির হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।