বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মাইক্রোবাস খাদে পড়ে মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শিবপুর-মনোহরদী আঞ্চলিক সড়কের জামতলায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ওই মাইক্রোবাসচালকের বয়স আনুমানিক ২২ বছর। পুলিশ তাঁর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানতে পারেনি। তবে দুর্ঘটনাস্থল থেকে ওই বাস ও মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মনোহরদী পরিবহনের একটি বাস মনোহরদী ফিরছিল। অন্যদিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। রাত সাড়ে আটটার দিকে শিবপুর-মনোহরদী আঞ্চলিক সড়কের জামতলা এলাকায় ওই বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ওই মাইক্রোবাসচালকের মৃত্যু হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমানসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে আসে। ওই বাস ও মাইক্রোবাসটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। অন্যদিকে খাদে পড়ে যাওয়া ওই মাইক্রোবাস থেকে নিহত চালকের মুঠোফোনটি ভেজা অবস্থায় পাওয়া গেছে। এটি শুকানোর পর তাঁর পরিচয় জানার চেষ্টা করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মোল্লা আজিজুর রহমান জানান, মনোহরদী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।