বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ হারালেন দুজন

প্রতীকী ছবি

সিলেটের দক্ষিণ সুরমায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। আজ রোববার বেলা তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার রশীদপুরে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় একজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা মোটরসাইকেলের আরোহী। তাঁরা হলেন সিলেটের দক্ষিণ সুরমার বিবিদইল গ্রামের মাছুম আহমদ (২৫) ও গোলাপগঞ্জের বাঘা দৌলতপুর গ্রামের তাহের আহমদ (২৮)। দুর্ঘটনায় আহত ব্যক্তি মাছুম আহমদের বড় ভাই আবদুস সালাম (৩০)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে মোটরসাইকেলে ঢাকা- সিলেট মহাসড়ক দিয়ে মাছুম আহমদ, তাহের আহমদ, আবদুস সালাম বিশ্বনাথের দিকে যাচ্ছিলেন। পথে দক্ষিণ সুরমার রশীদপুরে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাছুম আহমদ ও তাহের আহমদকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে দক্ষিণ সুরমা থানায় নেওয়া হয়েছে।