বাহারছড়ায় বসতঘর থেকে অজগর উদ্ধার, পরে অবমুক্ত

টেকনাফের বাহারছড়ায় উদ্ধার একটি অজগর সাপ। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরান এলাকায়
প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে বসতঘর থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরান এলাকার একটি বসতঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অজগরটি লম্বায় ১১ ফুট। ওজন ১৫-১৬ কেজি। পরে সাপটি গহিন পাহাড়ে ছেড়ে দেওয়া হয়েছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং বন সহব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সহসভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ কোম্পানি এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, বৃহস্পতিবার দুপুরে বাহারছড়ার শামলাপুর পুরানপাড়ার পূর্ব পাশে পরিবেশ অধিদপ্তরের এফসিসি ক্লাবের সদস্য রেহেনা বেগম ও সাজেদা বেগমের বসতঘরে অজগর ঢুকে পড়ে। সাপটি ঘরে মুরগি ধরার চেষ্টা চালায়। তখনই ভিসিজির (গ্রাম সংরক্ষণ গ্রুপ) সভাপতি আমির মুহাম্মদ শাহজাহানকে অবগত করা হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে সাপটি কৌশলে ধরে ফেলা হয়।

বিষয়টি বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন ও স্থানীয় বিট কর্মকর্তা কে বি এম ফেরদৌসকে জানানো হয়। এরপর বেলা সাড়ে তিনটার দিকে হোয়াইক্যং-শামলাপুর সড়কের গহিন পাহাড়ে সাপটি অবমুক্ত করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানান মোহাম্মদ সাইফুল্লাহ।