বাহুবলে সড়ক দুর্ঘটনায় ব্র্যাকের নারী কর্মকর্তা নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ড এলাকায় একটি মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মমতা রানী সরকার (৩৫) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী মোহিত কুমার সরকার (৪০) গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোহিত কুমার ও মমতা রানী কমলগঞ্জ ব্র্যাক অফিসে চাকরি করেন। এ দম্পতি আজ দুপুরের দিকে একটি মোটরসাইকেলে করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বাহুবল উপজেলার মিরপুর যাচ্ছিলেন। তাঁদের মোটরসাইকেলটি ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের বাহুবলের রশিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মমতা রানী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত মোহিত কুমারকে পুলিশ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। মোহিত কুমারের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ব্র্যাক কর্মকর্তা মমতা রানী নিহত হন। তাঁর স্বামী মোহিত কুমার এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মমতা রানীর লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।