বাড়ছে বাঙ্গালীর পানি, ভাঙছে জমি-বসতবাড়ি

বগুড়ার শেরপুরে বাড়ছে বাঙ্গালী নদীর পানি। এতে ভাঙনের মুখে পড়েছে জমি ও বসতবাড়ি। শুক্রবার উপজেলার সুঘাট ইউনিয়নের সাহেববাড়ি এলাকায়। ছবি: প্রথম আলো-(BOGURA)---River-breakdown---pic---03---Dt---17.07
বগুড়ার শেরপুরে বাড়ছে বাঙ্গালী নদীর পানি। এতে ভাঙনের মুখে পড়েছে জমি ও বসতবাড়ি। শুক্রবার উপজেলার সুঘাট ইউনিয়নের সাহেববাড়ি এলাকায়। ছবি: প্রথম আলো-(BOGURA)---River-breakdown---pic---03---Dt---17.07

বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদীর পানি বাড়ার সঙ্গে ভাঙনের মুখে পড়েছে জমি ও বসতবাড়ি। উপজেলার সুঘাট ইউনিয়নের সাহেববাড়ি ঘাটে এই ভাঙন দেখা দিয়েছে।

আজ শুক্রবার সরেজমিনে দেখা গেছে, নদীর পাড়ের জমিগুলো ভাঙতে শুরু করেছে। স্থানীয় লোকজন জানান, বুধ ও বৃহস্পতিবার কৃষক ছানোয়ার মণ্ডল, আবদুল মজিদ, লিপু প্রামাণিক ও লুৎফর রহমানসহ অন্তত ১৫ জনের কৃষিজমি ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে পড়েছে কৃষক মোলাম প্রামাণিকের বাড়িসহ অন্তত ১০ জনের বাড়ি।

সুঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হেলাল উদ্দিন বলেন, এক সপ্তাহ ধরে বাঙ্গালী নদীতে বন্যার পানি বাড়তে শুরু করেছে। প্রতিদিনই বাড়ছে পানি। পানির চাপে আজ সকাল পর্যন্ত অন্তত ২৫০ মিটার জমিসহ গাছপালা ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে।

স্থানীয় চিকিৎসক জাহিদুল ইসলামসহ ১৫ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ বছর ধরে এখানে ভাঙন দেখা দিচ্ছে। ইতিমধ্যে নদীর পাশের অন্তত ৫০০ মিটার বেড়িবাঁধ, ১০০ বিঘা জমি বিলীন হয়েছে। কমপক্ষে এক শ পরিবার গৃহহীন হয়েছে। এ বছর আবার নতুন করে নদীভাঙনের মুখে পড়েছেন গ্রামের কৃষকেরা।

সাহেববাড়ি এলাকার আরজিনা বেগম বলেন, ৩০ শতক জমির ওপর তাঁর বাড়ি ছিল। বাড়িটি ভেঙে যাওয়ার পর তাঁরা নতুন করে বাড়ি করেছেন। এখন তাঁর নতুন বাড়িটিও ভাঙনের ঝুঁকিতে।

স্থানীয় কৃষকেরা ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।