বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর সাতাইশের ব্যাংকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আপন (৩০)। তাঁর বাবার নাম আবদুস সালাম। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। আপনের সঙ্গে দুর্বৃত্তদের পূর্ব পরিচয় ছিল বলে জানা যায়।

পুলিশ ও নিহত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, আপন সাতাইশের ব্যাংকপাড়ার মাদ্রাসা রোড এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। শুক্রবার সকাল থেকেই বাসায় ছিলেন তিনি। বেলা ১১টার দিকে জাহাঙ্গীর নামের একজন তাঁদের বাসায় আসেন। তিনি আপনকে ঘর থেকে ডেকে বাইরে আনেন। জাহাঙ্গীর তাঁর কাছে ১০ হাজার টাকা দাবি করেন। কিন্তু আপন টাকা দিতে রাজি না হওয়ায় মুঠোফোনে যোগাযোগ করে সবুজ, সুমন, জালাল, ফাহিম, জয় নামের আরও পাঁচ-ছয়জন যুবককে ঘটনাস্থলে ডাকেন জাহাঙ্গীর। এ সময় তাঁরা ক্ষিপ্ত হয়ে আপনের ওপর চড়াও হন। উপর্যুপরি ছুরিকাঘাত জখম করেন। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপনের স্ত্রী লাকি আক্তার বলেন, ‘আমার স্বামী টাকা দিতে রাজি না হওয়ায় জাহাঙ্গীর এক বড় ভাইকে ফোনে বিষয়টি জানান। কিছুক্ষণের মধ্যেই বাকিরা ঘটনাস্থলে আসে। এরপর আমার স্বামীকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে তারা।’ তিনি বলেন, জাহাঙ্গীর, সুমনসহ অন্যরা প্রায়ই আপনকে হুমকি দিতেন, তাঁদের কথা শুনতে বলতেন।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বলেন, তাঁরা পূর্বপরিচিত। মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে তাঁরা জড়িত বলে জানা গেছে। শুক্রবারের ঘটনাও পূর্ব কোনো বিরোধের রেশ। ঘটনার পর থেকেই জড়িত সবাইকে ধরার চেষ্টা চলছে।