বাড়ি ফিরে দেখলেন স্বর্ণালংকার ও মালামাল নেই

সিলেট জেলার মানচিত্র

বন্যার পানি নেমে যাওয়ার পর পরিবারের সদস্যরা বাড়ি ফিরে দেখলেন স্বর্ণালংকার ও মালামাল চুরি হয়ে গেছে। সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকার এ ব্লকের একটি বাসায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বাড়ির মালিক ফেরদৌস আহমেদ বলেন, ১৭ মে থেকে বাসায় পানি ঢুকে যাওয়ায় বাসা ছেড়ে আত্মীয়ের বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে অবস্থান করছিলেন। বাসার আরও দুটি ইউনিটের বাসিন্দারাও স্বজনদের বাড়িতে ঠাঁই নেন। এর মধ্যে প্রায় প্রতিদিন দিনের বেলা গিয়ে বাসা দেখে যেতেন।

বৃহস্পতিবার সকালে এক প্রতিবেশী ফোন দিয়ে জানান, বাসার একটি জানালার গ্রিল কাটা। পরে বাসায় গিয়ে দেখতে পান, বাসার তিনটি ইউনিটের জানালার গ্রিল কাটা। ৩ ইউনিটের বাসা থেকে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ ১৫ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। আশপাশ এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।