বাড়িতে আশ্রয় দিয়ে কিশোরী শ্লীলতাহানির শিকার

রাজশাহী জেলার মানচিত্র

বৃষ্টির সময় রাস্তার পাশের এক বাড়িতে আশ্রয় নেন আক্কাছ আলী (৩১)। পরিচিত হওয়ায় শারীরিক প্রতিবন্ধী কিশোরী (১৬) তাঁকে বাড়িতে আশ্রয় দেন। এ সময় বাড়িতে অন্য কেউ ছিলেন না। এ সুযোগে আক্কাছ আলী ওই কিশোরীকেই শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে গতকাল রাতে আক্কাছ আলীর নামে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্ত আক্কাছ আলী পলাতক।

স্থানীয় সূত্রে জানা যায়, আক্কাছ আলীর বিরুদ্ধে নারীঘটিত অভিযোগ পুরোনো। বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে নারীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে।

অভিযুক্ত আক্কাছ আলী পলাতক। তবে তাঁর মুঠোফোনে কল করা হলে তিনি দাবি করেন, প্রতিবন্ধী ওই কিশোরীর এক প্রতিবেশীর সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। তাঁর ইন্ধনে এ ঘটনা সাজিয়ে তাঁকে ফাঁসানো হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ওই কিশোরী শারীরিক প্রতিবন্ধী। সে গুছিয়ে কথা বলতে পারে না। তাঁর মা বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা করেছেন। আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।