বাড়ির উঠানে বজ্রপাতে তরুণ নিহত

ফরিদপুরের সালথায় বজ্রপাতে এক তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম রাকিবুল ইসলাম (২৫)। তিনি গোপালপুর গ্রামের বাসিন্দা ছিরু মাতুব্বরের ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে রাকিবুল চতুর্থ। রাকিবুল সরকারি রাজেন্দ্র কলেজে স্নাতকে (ডিগ্রি) পড়াশোনা করতেন। পড়াশোনার পাশাপাশি তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।

রাকিবুলের চাচা আজিজুল মাতব্বর বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে রাকিবুল গোয়ালঘর থেকে গরু এনে বাড়ির উঠানে বাঁধছিলেন। এ সময় বজ্রপাত হয়। রাকিবুল ঘটনাস্থলেই নিহত হন। মারা যায় গরুটিও।

সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খায়রুজ্জামান ওরফে বাবু বলেন, এ ঘটনায় সালথা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে।