বাড়ির পাশে খেলতে গিয়ে ট্রলিচাপায় প্রাণ গেল শিশুটির

পঞ্চগড়

পঞ্চগড়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পাইপ বহনকারী ট্রলির চাপায় মো. তানভীর (৩) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু তানভীর ওই এলাকার ট্রাক্টরশ্রমিক তাহেরুল ইসলামের ছেলে।

নিহত শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে ধাক্কামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আওরঙ্গজেব বলেন, যতনপুকুরী এলাকায় ভারত থেকে তেল আমদানির জন্য বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের কাজ চলছে। ওই এলাকার তাহেরুল ইসলামের বাড়ির পাশে অধিগ্রহণ করা জমিতে কিছু পাইপ মজুত করা হচ্ছিল। আজ সকালে আগে থেকে মজুত করে রাখা কিছু পাইপের পাশে শিশু তানভীরসহ স্থানীয় আরও কয়েকটি শিশু খেলছিল। এ সময় ওই জমির ওপর অস্থায়ীভাবে তৈরি করা রাস্তা দিয়ে একটি ট্রলি পাইপ নিয়ে আসে। সেখানে পাইপ নামানোর জন্য ট্রলিটি ঘোরাতে গেলে চাকার নিচে চাপা পড়ে শিশু তানভীর। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ঘটনার পর ট্রলিটি রেখে চালক ও তাঁর সহকারীরা পালিয়ে যান।

খবর পেয়ে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মান্নান পঞ্চগড় থানার পুলিশসহ ঘটনাস্থলে যান। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, নিহত শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত শিশুর পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ওই এলাকায় সচেতনতা সৃষ্টির জন্য মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।