বিএনপি নেতা দুদুকে খুলনায় অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

আওয়ামী লীগ নেতাদের নিয়ে ‘বিরূপ বক্তব্য’ দেওয়ার প্রতিবাদে বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহ করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। আজ রোববার দুপুরে খুলনা নগরের পিকচার প্যালেস মোড়েছবি: সাদ্দাম হোসেন

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে খুলনায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তাঁর কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। আজ রোববার দুপুরে খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে বিএনপির ওই নেতার কুশপুত্তলিকা দাহ করা হয়।

এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, শনিবার বিকেলে খুলনায় অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতা দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে কুৎসিত বক্তব্য দেন। এর প্রতিবাদে দুদুর কুশপুত্তলিকা দাহ করা হলো। অবিলম্বে জাতির সামনে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নগরের ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন খুলনা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহবুব আলম, উপদপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ।

খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহবুব আলম প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মুহূর্তে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে, সেই মুহূর্তে বিএনপি নানা ষড়যন্ত্র শুরু করেছে। শনিবারের সমাবেশে কুৎসিত বক্তব্য দেওয়ায় খুলনায় শামসুজ্জামান দুদুকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ক্ষমা না চেয়ে তিনি আর খুলনায় আসতে পারবেন না।