‘বিএনপি ভোটের পরিবেশ নষ্ট করতে অস্থিরতা তৈরি করছে’

বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা। মঙ্গলবার সকালে নওগাঁ শহরে আওয়ামী লীগ কার্যালয়ে
প্রথম আলো

নওগাঁ পৌরসভা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে বিএনপি অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা। বিএনপির প্রার্থী হেরে যাবেন, এটা জেনেই মিথ্যাচার করা শুরু করেছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নির্মল কৃষ্ণ সাহা।

এর আগে গত রোববার জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিলেন, বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঠ থেকে সরিয়ে দিতে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। ওই সংবাদ সম্মেলনে সমর্থকদের ওপর হামলা ও প্রচার মাইক ভাঙচুরের অভিযোগও করা হয়।

বিএনপির এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই আজ সকালে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নির্মল কৃষ্ণ সাহা বলেন, পৌরসভায় নৌকা মার্কার সমর্থনে জনসাধারণের মধ্যে জোয়ার সৃষ্টি হয়েছে। এতেই ভীতসন্ত্রস্ত হয়ে পরাজয়ের শঙ্কায় বিএনপির প্রার্থী ও তাঁর কর্মীরা ভোটের পরিবেশ নষ্ট করতে অস্থিরতা তৈরি করছেন।

বিএনপির কর্মীদের ওপর হামলার অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে নির্মল কৃষ্ণ বলেন, বিএনপির নেতা-কর্মীরাই রাতের অন্ধকারে নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছেন। এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কারও কোনো সংশ্লিষ্টতা নেই। এরপরও হামলার সঙ্গে তাঁর (নির্মল কৃষ্ণ) নির্বাচনী কার্যক্রম পরিচালনার অন্যতম নেতা শাহ পরানকে জড়িয়ে বিএনপি নানা তথ্য প্রচার করছে, যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রসঙ্গত, ৩০ জানুয়ারি নওগাঁ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা ছাড়াও বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র নজমুল হক, স্বতন্ত্র প্রার্থী ইকবাল শাহরিয়ার, জাতীয় পার্টির ইফতেখারুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আতিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ২৪০ জন।