বিএনপির সহ–প্রচার সম্পাদক আমিরুলকে সিরাজগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান ওরফে আলীমকে সিরাজগঞ্জ জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন জেলা বিএনপির ১১টি অঙ্গসংগঠনের নেতারা। আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ শহরে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য। উপজেলা পর্যায়ের এক নেতার আইডি থেকে বিএনপির তিন নেতার নামে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ায় আমিরুলকে জেলা বিএনপির পদ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের ইবি রোড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির ১১টি অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা সমাবেশের আয়োজন করেন। জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার ১১টি অঙ্গসংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন। তিনি বলেন, আমিরুল ইসলাম খান আলীমের ইন্ধনে তাঁর ছবিসহ চৌহালী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম মণ্ডল তাঁর ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন। সেই পোস্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ বেগম রুমানা মাহমুদ এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সম্পর্কে মানহানিকর বক্তব্য দিয়ে তাঁদের ভাবমূর্তি জনসমক্ষে হেয়প্রতিপন্ন করা হয়েছে।

লা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার বলেন, এ অভিযোগে গত বুধবার জেলা বিএনপির জরুরি সভায় রিয়াজুল ইসলামকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে আমিরুল ইসলামকে জেলা বিএনপির সদস্যপদ থেকে অব্যাহতির সুপারিশ বিএনপি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা বিক্ষুব্ধ হয়ে আমিরুল ইসলাম খান আলীমকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

জেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিলন হক, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান প্রমুখ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, আমিরুল ইসলামকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।