বিএনপির সাবেক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আত্রাই উপজেলা আ.লীগের কমিটিতে

নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগে দীর্ঘদিনের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিএনপি-জামায়াত অনুসারী ও বিতর্কিত ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি ঘোষণার অভিযোগ তোলা হয়েছে। বিএনপির সাবেক এক মন্ত্রীর ব্যক্তিগত সহকারীকেও কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

আজ রোববার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের পদবঞ্চিত নেতারা এই অভিযোগ করেন। গঠনতন্ত্র লঙ্ঘন করে গঠিত এই কমিটি দ্রুত বাতিলেরও দাবি জানিয়েছেন তাঁরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহিদুল ইসলাম। তিনি নিজেকে আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দাবি করেন। লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে ভোট ছাড়াই সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়জনের নাম ঘোষণা করা হয়। এতে নৃপেন্দ্রনাথকে সভাপতি ও আক্কাস আলীকে সাধারণ সম্পাদক করা হয়। এক মাসের মধ্যে সবার মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা জানানো হয়। এরপর গেল মার্চ মাসে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত না থাকলেও নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আবদুল মান্নান আকন্দকে। একসময় ‘নিষিদ্ধ সংগঠনে’ জড়িত মাছেদুর রহমানকে সহসভাপতি করা হয়েছে। বিএনপির রাজনীতির সঙ্গে একসময় যুক্ত থাকলেও আবদুল হামিদ সরকার, আবদুল কুদ্দুস, কামরুল ইসলামসহ অনেককে এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। বিএনপির সাবেক মন্ত্রী আমিনুল ইসলামের একসময়ের ব্যক্তিগত সহকারী ফকরুল বারীকে নতুন কমিটিতে স্বাস্থ্য ও জনসংখ্যা–বিষয়ক সম্পাদক করা হয়েছে।

সাধারণ সম্পাদক আক্কাস আলীও আগে বাম সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি দলে ‘হাইব্রিড’ হিসেবে পরিচিত বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল ছোবহান, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ–বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক আবদুল মতিন, সাবেক সহপ্রচার সম্পাদক রহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনের বিষয়ে বক্তব্য জানতে চাইলে আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত কোনো মন্তব্য করতে রাজি হননি।