বিকল ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কাজ শেষে কিশোরগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আবদুল কাইয়ুম (৩৫)। দুই লেনের সড়কে বাঁ পাশে ছিল একটি বালুবোঝাই বিকল ট্রাক। সেই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ময়মনসিংহের নান্দাইল উপজেলার জামতলা এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাইয়ুমের বাড়ি রাজগাতী ইউনিয়নের বনাটি বাজুপাড়া গ্রামে। তিনি একই গ্রামের আবদুর রহিমের ছেলে।

নান্দাইল উপজেলার কাউয়ারগাতী গ্রামের বাসিন্দা মো. আতাউর রহমান বলেন, রাতের অন্ধকারের জন্য দূর থেকে ট্রাকটির অবস্থান নজরে পড়ছিল না। যে কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এমন একটি ব্যস্ত সড়কে বিকল ট্রাক এভাবে ফেলে রাখা দায়িত্বজ্ঞানহীন কাজ হয়েছে।

নান্দাইল হাইওয়ে থানার ওসি মো. মাসুদ খান বলেন, দুর্ঘটনার পর পুলিশ পাঠিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, যানবাহন বিকল হয়ে গেলে সেটি সরিয়ে রাখা উচিত ছিল। এভাবে ট্রাক ফেলে রাখার জন্য এক তাজা প্রাণ ঝরে গেল, যা দুঃখজনক।