বিকেলে ঢাকা থেকে ফিরে রাতেই অসুস্থ পোশাককর্মীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলায় জ্বর, সর্দি নিয়ে এক পোশাককর্মী (৫০) মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে আদমদীঘি উপজেলার উৎরাইলে নিজ বাড়িতে তিনি মারা যান।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ব্যক্তি ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন। ঢাকাতে থাকা অবস্থায় জ্বর-সর্দিতে ভুগছিলেন। গতকাল বিকেলে অসুস্থ অবস্থায় ঢাকা থেকে তিনি তাঁর নিজ বাড়ি উৎরাইলে আসেন। এরপর রাত একটার দিকে তিনি মারা যান।

আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃত পোশাককর্মীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আবদুল্লাহ বিন রশিদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীনের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল্লাহ দেওয়ান জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন আসার পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে, তিনি করোনায় সংক্রমিত ছিলেন কি না। উপজেলায় এখন পর্যন্ত ২০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।