বিছনাকা‌ন্দিতে ঘুরতে গিয়ে নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি
ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে ঘুরতে গিয়ে নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহত দুজন হচ্ছে সিলেট নগরের গোয়াইপাড়া মল্লিকা আবাসিক এলাকার মৃত পান্নু মিয়ার ছেলে সাগর আহমদ (১৭) ও আলী হোসেনের ছেলে রুমেল আহমদ (১৭)।

শুক্রবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দির টেকনাগুল এলাকা থেকে তাদের উদ্ধার করেন স্থানীয় ব্যক্তিরা। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিলেট নগরী থেকে ৭-৮ জন কিশোর বিছনাকান্দিতে বেড়াতে যায়। শুক্রবার বেলা তিনটার দিকে টেকনাগুল থেকে নৌকায় করে রওনা দেওয়ার পর পথে নৌকাটি ডুবে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট নগরী থেকে ৭-৮ জন কিশোর শুক্রবার দুপুরে বিছনাকান্দিতে বেড়াতে যায়। বেলা তিনটার দিকে বিছনাকান্দি যাওয়ার জন্য কিশোরের দল টেকনাগুল থেকে নৌকায় করে রওনা দেয়। পথে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য কিশোরেরা সাঁতরে পাড়ে উঠলেও দুজন নিখোঁজ হয়। পরে স্থানীয় ব্যক্তিরা বিকেলে টেকনাগুল এলাকা থেকে ওই দুই কিশোরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব বলেন, সিলেট থেকে কয়েকজন কিশোর বিধিনিষেধে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিছনাকান্দি বেড়াতে গিয়েছিল। দুপুরে বিছনাকান্দির টেকনাগুল নামের খাল পার হতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।