বিছানায় পড়ে ছিল নারীর হাত-পা বাঁধা লাশ

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে জানতে পেরে সোমবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মমতাজ বেগম (৩৮) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বিছানায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁর লাশ চাদর দিয়ে ঢাকা ছিল। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে জানতে পেরে সোমবার রাত দুইটার দিকে উপজেলার তারাবো পৌরসভার মাসাবো এলাকা থেকে রূপগঞ্জ থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত মমতাজ স্থানীয় এসিএস টেক্সটাইল মিলের শ্রমিক। তিনি মুন্সিগঞ্জের লৌহজং থানার গাঁওদিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে।

নিহত মমতাজের ভাই সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রথম স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর কয়েক মাস আগে জামালপুরের মেলান্দহ এলাকার রঞ্জু নামের একজনের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই রঞ্জুর সঙ্গে বনিবনা হচ্ছিল না। মমতাজ একটি ভাড়া বাসাতে একাই থাকতেন। মমতাজের আগের সংসারে তিনটি সন্তান আছে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, মমতাজের ঘর বাইরে থেকে তালাবদ্ধ ছিল। হাত-পা ও মুখ বাঁধা ছিল। তাঁর গলাকাটা লাশ বিছানায় চাদর দিয়ে ঢাকা ছিল। জানালা দিয়ে রক্তমাখা লাশ দেখতে পেয়ে এক প্রতিবেশী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ঘটনাটি জানান। পরবর্তীতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সোমবার রাত ১২টার পর কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রঞ্জুকে আটক করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, মমতাজের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।