বিজিপির পোশাকসহ ১৫ মামলার পলাতক আসামি ইয়াবা কারবারি আটক

মিয়ানমারের বিজিপির পোশাক, অস্ত্র ও ইয়াবাসহ ১৫ মামলার পলাতক আসামি মো. গনি মিয়াকে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার কক্সবাজারের বিকেলে উখিয়ার পালংখালী চৌকিতে
বিজিবি সৌজন্যে

কক্সবাজারের উখিয়ায় মো. গনি মিয়া (৩৬) নামের ১৫ মামলার আসামি এক ইয়াবা কারবারিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পোশাকসহ অস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়।

আটক গনি মিয়া উখিয়া উপজেলার পালংখালীর মুসারখোলা বটতলী গ্রামের বাসিন্দা। বিজিবির ভাষ্যমতে, আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মুসারখোলা বটতলী গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ২০ হাজার ১০৫টি ইয়াবা বড়ি, ২টি মুঠোফোন, ২টি দেশীয় রামদা, ৩টি দেশীয় ছুরি, ১ বাক্স দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম, ৫৫ হাজার টাকা এবং মিয়ানমার বিজিপির ৫০টি মাংকি টুপি, ১টি থ্রি কোয়ার্টার প্যান্ট ও ১টি গেঞ্জি জব্দ করা হয়। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করে বিজিবি।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, আজ বিকেলে পালংখালী সীমান্তচৌকির বিজিবির সদস্যরা গোয়েন্দা সূত্রে জানতে পারেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের মুসারখোলা বটতলী গ্রামের ডাকাত, সন্ত্রাসী, ইয়াবা কারবারি ও ১৫ মামলার পলাতক আসামি মো. গনি মিয়া মিয়ানমার থেকে ইয়াবা পাচার করে এনে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুত রেখেছেন। এই সংবাদের ভিত্তিতে বিজিবি পালংখালী চৌকির একটি বিশেষ দল গনি মিয়ার বাড়িতে অভিযানে যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে গনি মিয়া মোটরসাইকেলযোগে পালানোর সময় বিজিবি সদস্যরা তাঁকে আটক করতে সক্ষম হয়।

কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ আরও বলেন, আটক ব্যক্তিকে উখিয়া থানা-পুলিশে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।