বিজয় দিবসে ট্রাইসাইকেল নিয়ে প্রতিবন্ধী আমিনুরের পাশে ‘আক্কেলপুর পরিবার’

মহান বিজয় দিবসে আমিনুর রহমান (৩৪) নামের এক প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল দিয়েছে ‘আক্কেলপুর পরিবার’ নামে ফেসবুকভিত্তিক একটি সংগঠন। আজ বুধবার জয়পুরহাটের আক্কেলপুরেপ্রথম আলো

মহান বিজয় দিবসে জয়পুরহাটের আক্কেলপুরে আমিনুর রহমান (৩৪) নামের এক প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল দিয়েছে ‘আক্কেলপুর পরিবার’ নামে ফেসবুকভিত্তিক একটি সংগঠন। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে তাঁকে এই ট্রাইসাইকেল দেওয়া হয়। আক্কেলপুর পরিবারের সদস্যরা নিজেরাই চাঁদা দিয়ে তাঁকে এই ট্রাইসাইকেল কিনে দিয়েছেন।

ট্রাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছালাম আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, আক্কেলপুর সরকারি এমআর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী, আক্কেলপুর পরিবারের সভাপতি আরমান হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।

ফেসবুকভিত্তিক সংগঠন ‘আক্কেলপুর পরিবার’ থেকে জানানো হয়, আমিনুর রহমানের দুটি পা-ই অচল। সরকারিভাবে তাঁকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছিল। হুইলচেয়ারে চলাচলে আমিনুর রহমান সুবিধা করতে পারছিলেন না। একটি ট্রাইসাইকেল পেলে সুবিধা হতো বলে তিনি আক্কেলপুর পরিবারের সভাপতিকে জানিয়ে ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে তাঁকে আজ ট্রাইসাইকেল কিনে দেওয়া হয়।

আমিনুর রহমান সরকারিভাবে পাওয়া হুইলচেয়ারটি চালাতে পারছিলেন না। আক্কেলপুর পরিবার তাঁকে একটি ট্রাইসাইকেল দিয়েছে। সংগঠনটি নিঃসন্দেহ একটি ভালো কাজ করেছে। প্রশাসনের পক্ষ থেকে আমিনুর রহমানের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হবে।
এস এম হাবিবুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আক্কেলপুর

আক্কেলপুর পরিবারের সভাপতি আরমান হোসেন বলেন, প্রতিবন্ধী আমিনুর রহমানের জন্য একটি ট্রাইসাইকেল কেনার জন্য আক্কেলপুর পরিবারের ফেসবুক গ্রুপে পোস্ট দেওয়া হয়েছিল। আক্কেলপুরের পরিবারের সদস্যরা যে যাঁর সাধ্য অনুযায়ী চাঁদা দিয়েছেন। ওই চাঁদার টাকায় ট্রাইসাইকেলটি কেনা হয়। এতে ১০ হাজার ৫০ টাকা খরচ হয়েছে। বিজয় দিবসে তাঁকে এই ট্রাইসাইকেল দিতে পেরে আক্কেলপুর পরিবারের সদস্যদের সবার খুব ভালো লাগছে। তাঁদের এ রকম মানবিক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।

ট্রাইসাইকেল পেয়ে আমার উপকার হয়েছে। আগে সরকারিভাবে একটি হুইলচেয়ার পেয়েছিলাম। তবে হুইলচেয়ারে একটু সমস্যা হচ্ছিল।
আমিনুর রহমান, ট্রাইসাইকেল পেয়ে প্রতিক্রিয়া

ট্রাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত আমিনুর রহমান বলেন, ‘ট্রাইসাইকেল পেয়ে আমার উপকার হয়েছে। আগে সরকারিভাবে একটি হুইলচেয়ার পেয়েছিলাম। তবে হুইলচেয়ারে একটু সমস্যা হচ্ছিল।’

আক্কেলপুরের ইউএনও এস এম হাবিবুল হাসান বলেন, আমিনুর রহমান সরকারিভাবে পাওয়া হুইলচেয়ারটি চালাতে পারছিলেন না। ‘আক্কেলপুর পরিবার’ তাঁকে একটি ট্রাইসাইকেল দিয়েছে। সংগঠনটি নিঃসন্দেহ একটি ভালো কাজ করেছে। প্রশাসনের পক্ষ থেকে আমিনুর রহমানের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হবে।