বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধু নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোরের চৌগাছা উপজেলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার ইলিশমারী এলাকায় চৌগাছা-বিদ্যাধরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন শাহিনুর রহমান (২২) ও সাগর হোসেন (১৮)। শাহিনুর রহমান যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে ও সাগর হোসেন একই গ্রামের বাবর আলীর ছেলে।

উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, সন্ধ্যায় শাহিনুর ও সাগর নামে দুই বন্ধু মোটরসাইকেলে করে হাজরাখানা গ্রাম থেকে চৌগাছা-বিদ্যাধরপুর সড়ক ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিদ্যাধরপুরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন শাহিনুর।

মোটরসাইকেলটি ইলিশমারী এলাকার ঈদগাহ পাড়ায় সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শাহিনুর মারা যান। স্থানীয় লোকজন সাগরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উত্তম কুমার বিশ্বাস বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনাটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর সীমানায়, নাকি চৌগাছা উপজেলার ইলিশমারী এলাকায়, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। লাশ দুটি বর্তমানে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।