বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী

যশোরের ঝিকরগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বামনআলী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন মকলেছুর রহমান ও তাঁর ছেলে ইউনুস আলী (৫)।

প্রতিবেশী সবুজ শেখ জানান, মকলেছুর রহমান পেশায় দিনমজুর ছিলেন। তাঁর ছোট একটি ঘর আছে। ঘরের দরজা, জানালা ও বেড়া টিনের তৈরি। দরজার ঠিক ওপর দিয়ে বিদ্যুতের তার গেছে। তারের প্লাস্টিকের মোড়ক খুলে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে ছিল। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছেলে ইউনুস আলী একটি ছোট থালায় ভাত খেতে খেতে ঘরের দরজায় হাত দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে মকলেছুর এসে ছেলেকে সেখান থেকে সরিয়ে আনতে তার গায়ে হাত দেন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে বাবা-ছেলের লাশ উদ্ধার করে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে বুধবার রাতে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।