‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় বোরহানউদ্দিনে দুই যুবলীগ নেতাকে বহিষ্কার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় টবগী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় যুবলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা যুবলীগের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় আওয়ামী লীগ নেতারাও উপস্থিত ছিলেন। বহিষ্কৃত দুজন হলেন বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আলাউদ্দিন সরদার (চশমা) এবং উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য মো. নূর হোসেন হাওলাদার (মোটরসাইকেল)। চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর এ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বর্ধিত সভায় সিদ্ধান্ত গ্রহণের পর উপজেলা যুবলীগের সভাপতি মো. তাজউদ্দিন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান।

আওয়ামী লীগের কর্মীরা বলেন, ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করা শৃঙ্খলা ভঙ্গের শামিল। বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এর আগে উপজেলার সাত ইউনিয়ন থেকে আটজন নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।