বিধিনিষেধের মধ্যে বিয়ের আয়োজন, নারী ইউপি সদস্যকে জরিমানা

নোয়াখালী সদর উপজেলায় কঠোর বিধিনিষেধ অমান্য করে আয়োজন করা বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে কঠোর বিধিনিষেধের মধ্যে ছেলের বিয়ের আয়োজন করায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নারী সদস্যকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ওই ইউপি সদস্যের নাম রৌশন আক্তার। তিনি সদর উপজেলার কালারদরাফ ইউপির সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা এ অভিযান পরিচালনা করেন। তিনি আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, কঠোর বিধিনিষেধ অমান্য করে ইউপি সদস্য রৌশন আক্তার তাঁর ছেলে তারেক হোসেন ওরফে রাব্বির (২৩) বিয়ের আয়োজন করেন।

স্থানীয় সূত্র জানায়, বিয়ে উপলক্ষে গেট সাজানো হয়েছিল। ১৫০ থেকে ২০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিয়ের রান্নাবান্নাও শেষ। অনেকে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন। এমন সময় ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান।

ফাতিমা সুলতানা বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন অনুযায়ী ইউপি সদস্যকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁর কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।