বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন আ. লীগ প্রার্থী

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসরিন জাহান
ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসরিন জাহান ওরফে সেফালী। রোববার বিকেলে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন বলেন, আগামী ৭ অক্টোবর শাহরাস্তি উপজেলা পরিষদে উপনির্বাচন হওয়ার কথা। এদিকে ২ সেপ্টেম্বর তফসিল ঘোষণার পর ১৩ সেপ্টেম্বর ৩ প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ১৪ সেপ্টেম্বর প্রার্থী যাচাই–বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা বাসশ্রমিকনেতা বাবুল মিঝিরের মনোনয়ন বাতিল হয়ে যায়।

রোববার দুপুরে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী হেলাল আহমেদ দলীয় সিদ্ধান্তে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এর ফলে আওয়ামী লীগ প্রার্থীর জয়ে আর কোনো বাধা নেই। আগামীকাল সোমবার সকাল ১০টায় তাঁর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের বিষয়টি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ শাহরাস্তি উপজেলা পরিষদের আওয়ামী লীগ দলীয় নির্বাচিত চেয়ারম্যান ফরিদ উল্লাহ চৌধুরীর আকস্মিক মৃত্যুর কারণে পদটি শুন্য ঘোষণা করা হয়। পরে দলীয়ভাবে তাঁর স্ত্রী নাসরিন জাহান ওরফে সেফালীকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।