বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে খুশি তাঁরা

ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা ক্যাম্পে রোগী দেখছেন একজন চিকিৎসক। শুক্রবার সকালে দিনাজপুরের বিরল উপজেলার বড়তিলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে দিন পার করছেন দিনাজপুরের বিরল উপজেলার ভাড়াডাঙ্গি এলাকার লতিফা বেগম (৬২)। ওষুধ সেবনে সাময়িক ব্যথা কমলেও কয়েক দিন পরে আবার ব্যথা শুরু হয়, সঙ্গে শ্বাসকষ্ট। শহর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক বিনা মূল্যে চিকিৎসা দেবেন শুনে আজ শুক্রবার সকালে বড়তিলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসেন। সেখানে চিকিৎসকের পরামর্শ ও বিনা মূল্যে ওষুধ পেয়ে খুশি হন তিনি।

ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান এবং তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকেএফ ও ফারাজ হোসেন ফাউন্ডেশন এ চিকিৎসাশিবিরের আয়োজন করে। দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের সাতজন চিকিৎসক রোগীদের ব্যবস্থাপত্র দেন। ক্যাম্পে ৪০৩ জন নারী-পুরুষ ও শিশুকে সেবা দেওয়া হয়।

আজ সকাল থেকে চিকিৎসাসেবা নিতে রোগীরা ভিড় করতে থাকেন স্কুলের মাঠে। কেউ এসেছেন হাত-পা-কোমর ব্যথা নিয়ে। কেউ এসেছেন নাক-কান-গলা, ডায়াবেটিস, থাইরয়েড, হৃদ্‌যন্ত্র ও হাঁপানির সমস্যা নিয়ে। স্কুলের একটি ভবনের তিনটি কক্ষে চিকিৎসকেরা বসেন। সারিবদ্ধভাবে রোগীরা আসছেন। তাঁদের সমস্যার কথা শুনে চিকিৎসক ব্যবস্থাপত্র লিখছেন। আরেকটি ভবনের একটি কক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

কয়েক দিন আগে বাড়ির আঙিনায় পড়ে গিয়ে ডান হাতের কবজি ভেঙেছে আইনুল ইসলামের (৫০)। স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসা নিয়েছেন। ব্যথা না কমায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আজ সকালে তিনি পরামর্শ নেওয়ার জন্য এখানে আসেন। আইনুল বলেন, ‘ব্যথা কমছে না। ডাক্তারকে বললাম, তিনি কিছু ওষুধ লিখে দিয়েছেন। আরেকবার এক্স-রে করে রিপোর্টসহ যোগাযোগ করার জন্য বলেছেন।’

উপজেলার বুনিয়াদপুর বাজার এলাকা থেকে কানের সমস্যা নিয়ে এসেছিলেন উম্মে কুলসুম। কুলসুম বলেন, ‘গতকাল মাইকিং শুনে এখানে আসছি। ডাক্তার দেখলেন। কোনো ভিজিট দেওয়া লাগল না। আবার টাকা ছাড়া ওষুধও দিয়েছেন।’

চিকিৎসাশিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল ইসলাম। নিজেও রক্তের পরীক্ষা করিয়েছেন। ইউপি চেয়ারম্যান বলেন, এসকেএফ প্রতিষ্ঠান থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কথা চিন্তা করে এ ধরনের ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হয়েছে। দেখে খুব ভালো লাগল। মানুষজন কিছুটা হলেও উপকৃত হবেন।

চিকিৎসাশিবিরের আয়োজক এসকেএফের আঞ্চলিক সহকারী বিক্রয় ব্যবস্থাপক নির্মল কুমার রায় বলেন, ফারাজ হোসেন ফাউন্ডেশন থেকে দেশের প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় দিনাজপুরেও ক্যাম্প করা হয়েছে। সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত রোগী দেখা হয়। এ ছাড়া মোট ১৮ ধরনের ওষুধ সরবরাহ করা হয়েছে।