বিবাহোত্তর অনুষ্ঠান বন্ধ, ২০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

বিয়ে হয়েছে ছয় মাস আগে। বরপক্ষ অর্ধশতাধিক বরযাত্রী নিয়ে এসেছিল কনে তুলে নিতে। কনের বাড়িতে চলছিল বিবাহোত্তর অনুষ্ঠানের রান্নাবান্না ও বরযাত্রী আপ্যায়নের প্রস্তুতি। এমন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে হাজির হয়ে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনুষ্ঠানের আয়োজকদের ২০ হাজার টাকা জরিমানা করেছেন তিনি।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামে আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে লেবুবুনিয়া গ্রামের মো. শাজাহান খানের মেয়ের সঙ্গে একই উপজেলার বাজিতা গ্রামের মো. নাসির উদ্দিন বাচ্চুর ছেলের বিয়ে হয়। আজ দুপুরে বরপক্ষ কনের বাড়ি লেবুবুনিয়া গ্রামে আসে। তবে করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ অমান্য করে অনুষ্ঠানের আয়োজন করার খবর পেয়ে মির্জাগঞ্জ ইউএনও তানিয়া ফেরদৌস এবং সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান উজ্জামান ঘটনাস্থলে এসে অনুষ্ঠান বন্ধ করে দেন এবং আয়োজকদের ২০ হাজার টাকা জরিমানা করেন।

কঠোর বিধিনিষেধ অমান্য করে অনুষ্ঠানের আয়োজন করার খবর পেয়ে মির্জাগঞ্জ ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে আসেন।

ঘটনাটি নিশ্চিত করে ইউএনও মোসা. তানিয়া ফেরদৌস প্রথম আলোকে বলেন, পবিত্র ঈদুল আজহার পর শুক্রবার সকাল ছয়টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। লেবুবুনিয়া গ্রামে বিধিনিষেধ অমান্য করে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে।

ইউএনও বলেন, এ ছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করায় আজ বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে ১৬টি মামলায় আরও ২৭ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।