বিরলে পুলিশের গুলিতে শ্রমিকের মৃত্যুতে টিইউসির ক্ষোভ

বকেয়া বেতন চাওয়ায় ২৫ মার্চ দিনাজপুরের বিরল উপজেলায় রূপালী জুট মিলের শ্রমিকদের ওপর পুলিশের গুলিতে ১ শ্রমিকের মৃত্যু ও ১৫ শ্রমিক আহত হওয়ার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।

সংগঠনের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বিবৃতিতে বলেন, বর্তমানে সারা বিশ্ব নভেল করোনাভাইরাসের আতঙ্কে থমকে আছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। দেশের শ্রমিক-কর্মচারীসহ দেশবাসী এক কঠিন সময় পার করছে। প্রধানমন্ত্রী এই সংকটকালে দেশের শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষকে বাঁচানোর জন্য সব বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সেখানে রূপালী জুট মিলের শ্রমিকদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনা অনভিপ্রেত।

সংগঠনের দাবি, এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশসহ অন্যান্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিইউসি।